নওগাঁ জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি সেবামূলক সংগঠন। কাজ করছে নওগাঁ থেকে চবিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ইতিবাচক বিকাশে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক টুকরো নওগাঁ ও ২০২৩-২৪ সেশন

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নওগাঁ

আচ্ছা, আড্ডাটা ইনফর্মাল। এক শনিবারে আমরা বসলাম বুদ্ধিজীবী চত্বরে। বৃষ্টি আসলো। আমরা গেলাম বিবিএতে। একটু পরে লেডিস ঝুপড়িতে। নাস্তা করতে করতে আড্ডা দিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুকে এক টুকরো নওগাঁকে নিয়ে। আড্ডা হলো ২০২৩-২৪ সেশনে নওগাঁ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ভাইবোনদের নিয়ে। পরিচিত হলাম আমরা। সিহাব, জিহাদ, আদিবা, মায়া, আশীর্বাদ, ইয়ামিন... আরো অনেক জন। ইসমাঈল ভাইয়া, রুহুল ভাইয়া আর সৈয়ব আহমেদ সিয়াম ভাইয়া ছিলেন সাথে। আলোচনা হচ্ছিলো নওগাঁকে নিয়ে। গল্প চলছিলো একুশ শো একরের ক্যাম্পাস নিয়ে। আমাদের গল্প সবে শুরু। দীর্ঘ হবে বহুপথ, ইনশাআল্লাহ। থাকবে তো সাথে তুমি? আগামী ৭ ডিসেম্বর ২০২৪, শনিবার হতে হচ্ছে আমাদের অরিয়েন্টেশন। চলে এসেছে রেজিস্ট্রেশন লিঙ্ক। সাথেই থেকো, আচ্ছা???

Post a Comment

নবীনতর পূর্বতন