নওগাঁ জেলা স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি সেবামূলক সংগঠন। কাজ করছে নওগাঁ থেকে চবিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ইতিবাচক বিকাশে।

নওগাঁ মেডিকেল বন্ধ না করার দাবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

 

নওগাঁ মেডিকেল কলেজের পাশে চবি শিক্ষার্থীরা

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁর শিক্ষার্থীরা। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে নওগাঁ জেলাকে বিচ্ছিন্ন সহ সারাদেশে খাদ্যপণ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।


রবিবার (১৬ মার্চ ২০২৫) দুপুর ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বুদ্ধিজীবী চত্বরের সামনে সৈয়ব আহমেদ সিয়ামের সভাপতিত্বে শিক্ষার্থীরা নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ না করার দাবীতে মানববন্ধন করেন। 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁর শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে পদার্থ বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈকত হোসেন বলেন, "নওগাঁ মেডিকেল কলেজ ২০১৮ সালে প্রতিষ্ঠার পর ৭ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। কিন্তু ক্যাম্পাস নির্মাণসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন না করে কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। বিগত বছরগুলোতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত পেশাগত পরীক্ষায় ২৪টি মেডিকেল কলেজের মধ্যে পাশের হারের ভিত্তিতে একাধিকবার প্রথম স্থান অর্জনসহ এই তালিকায় বরাবরই শীর্ষ কলেজগুলোর মধ্যে স্থান করে নিয়েছে নওগাঁ মেডিকেল কলেজ। তাই, এখানকার একাডেমিক মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগই নাই। তবুও, মানহীন তকমা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক।"


মানববন্ধনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, "কোনো ভাবে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করা হলে নওগাঁ জেলাকে বিচ্ছিন্ন করে সারাদেশে খাদ্যপণ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। নওগাঁ থেকে আমরা চাল সাপ্লাই বন্ধ করে দিবো। সারাদেশে নওগাঁর শিক্ষার্থীরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো। কর্তৃপক্ষকে অনুরোধ করবো, আমাদেরকে এমন কঠোর হতে বাধ্য করবেন না। নওগাঁ মেডিকেল কলেজ কোনো রকম যদি কিন্তু ছাড়াই বহাল রাখুন। সেই সাথে দ্রুত অবকাঠামোগত উন্নয়নের ব্যবস্থা করুন।" 


ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু বক্কর বলেন, "নওগাঁ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এমবিবিএস পাশ করে নওগাঁ আড়াইশো শয্যা হাসপাতালে ইন্টার্নি করছেন। এছাড়া বর্তমানে কলেজের ৪৫০ শিক্ষার্থী এবং ৬৮ জন শিক্ষকসহ দেড়শো জনবল নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে যুক্ত রয়েছেন। নওগাঁবাসীর পক্ষ থেকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিতে চাই এই অঞ্চলের চিকিৎসা সেবা ও শিক্ষার পরিবেশ উন্নত করতে তারা যে কোনো মূল্যে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র প্রতিহত করবে।


উল্লেখ্য, সম্প্রতি নওগাঁ মেডিকেল কলেজসহ ৬টি সরকারি মেডিকেল কলেজ বন্ধ করা সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।


#StandWithNMC

Post a Comment

নবীনতর পূর্বতন